শাল্লা প্রতিনিধি : `তামাক নয়-খাদ্য ফলান’ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ৩১ মে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে বর্ণঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এরপর গণমিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা রাজীব বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস ও দৈনিক ভোরের কাগজের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন।
Leave a Reply