নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাব যুক্তরাজ্য ভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এসের ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরীকে সম্মানিত সদস্য পদ প্রদান করেছে।
শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্যপদ সানন্দে গ্রহণ করে তাকে এমন সম্মাননা প্রদানের জন্যে সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সদস্য আল আজাদ, রেজওয়ান আহমদ, আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, চ্যানেল এসের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা ও সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু।
Leave a Reply