তাজরিন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডির ৫ বছর পূর্তি ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট সিলেট ইউনিটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে ‘নিরাপদ কর্মক্ষেত্রে ন্যায়বিচার, আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
ব্লাস্ট সিলেট ইউনিট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ সময় রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রিডো বাংলাদেশের পরিচালক নাসির উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আহমদ খান, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, নারী উদ্যোক্তা নুরুন্নাহার বেবী, প্রধান শিক্ষক রিনা কর্মকার, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ, ব্লাস্টের স্টাফ লইয়ার শরীফা বেগম, সঞ্জুবীর রায় প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের যথাযথ ও দ্রুত ক্ষতিপূরণ লাভ সহ আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জোর দাবি জানান।
তারা বলেন, বাংলাদেশের বিদ্যমান শ্রম আইনে যে পরিমাণ ক্ষতিপূরণের অর্থ নির্দিষ্ট করা আছে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ও বাস্তবতার নিরিখে যথাযথ নয়। তাজরিন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডির ৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণ প্রদানে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হয়নি।
তারা শ্রমিকের যথাযথ ও দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার জন্য শ্রম আইনের বিধান সংশোধনের দাবি জানান।
Leave a Reply