ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমেদ বলেছেন, লেখাপড়া ও জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নিলে মনমানসিকতার বিকাশ ঘটে।
মঙ্গলবার সকালে ওসমানীনগরের তাজপুর মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরান রব্বানী ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম, আলা হোসেন, নূরুল হক, এম এ মালেক দুদু, প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, শিক্ষক ফাতেহা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল ও শিক্ষার্থী আফরিন আহম তমা।
Leave a Reply