ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা সিলেট-ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌণে ২টা পর্যন্ত তাজপুর ডিগ্রি কলেজের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে দুপাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। ফলে যাত্রীদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী ও ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া, গভর্নিং বডির সদস্যগণ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবারের মধ্যে ইতিবাচক ফলাফলের আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
তবে তারা ঘোষণা করেন, শনিবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্যে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply