নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এলাকাবাসী মতবিনিময় করেছেন।
শনিবার সকালে কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য আব্দাল মিয়া, ডা ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া, আন্দোলন কমিটির প্রধান ড এস এ মোতাকাব্বির প্রমুখ।
মতবিনিময় সভায় চলমান আন্দোলনে সহযোগিতার জন্যে একটি কমিটি গঠন করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর চৌহাট্টায় একটি অভিজাত রেস্টুরেন্টে আহুত সংবাদ সম্মেলনে তাজপুর ডিগ্রি কলেজ আন্দোলন কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকল শর্ত পূরণ সত্ত্বেও ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়নি।
Leave a Reply