নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজকে বৃহস্পতিবারের মধ্যে জাতীয়করণের তালিকাভুক্ত না করলে শনিবার থেকে সিলেট-ঢাকা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্যে অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার পর এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়ার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করেন।
এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের সকল শর্ত পূরণে সক্ষম। এরপরও এই শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের তালিকাভুক্ত না করে নব্বইয়ের দশকের মাঝামাঝিতে প্রতিষ্ঠিত একটি মহিলা কলেজের নাম জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে, যা ওসমানীনগরবাসী মেনে নিতে পারেন না।
Leave a Reply