নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে এক কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম দিপা রানী সিংহ, বয়স ১৪ বছর, বাবা পীযুষ চন্দ্র সিংহ, মা শিল্পী রানী সিংহ, বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রামে। তবে পরিবারের সঙ্গে বসবাস করছিল ওসমানীনগর উপজেলার তাজপুরের দুলিয়ারবন্দ এলাকায় ঝলক পালের ভাড়া দেওয়া বাসায়। সে তাজপুর মঙ্গলচণ্ডি-নিশিকান্ত উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে তার বাসার পাশে নির্মাণাধীন ভবনের একতলার ছাদের উপর থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় মরদেহটি লাশ উদ্ধার করা হয়।
দিপা রানী সিংহ বুধবার রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ ভোর ৫টার দিকে তার বাব-মা তাকে কক্ষে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের একতলার ছাদের উপরে গুরুতর রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাজপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানা পুলিশ ও সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply