হবিগঞ্জ প্রতিনিধি : নিখোঁজ তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগীর সন্ধান দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে দিনারপুর পরগণার সচেতন তরুণ সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি খাইরুল জহির, আলাউর রহমান বামচি, বদরুল ইসলাম, সাখাওয়াত চৌধুরী তায়েম ও শাহ সোহান আহমেদ।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে তরুণ বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার সহযোগীদেরকে খুঁজে বের করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply