নিজস্ব প্রতিবেদক : সিলেটে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগ বিকাশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রোড শো করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও বিনিয়োগ বিকাশের লক্ষ্য অর্জনে উদ্যোক্তা সৃষ্টি, প্রশিক্ষণ ও বিনিয়োগে সহায়তা প্রদানের তথ্য জানাতেই সিলেটে এ রোড শোর আয়োজন করা হয়।
এ কর্মসূচির আওতায় সিলেট মহানগরী জুড়ে বসানো হয়েছে নিবন্ধন কেন্দ্র বা রেজিস্ট্রেশন বুথ। সেখানে নাম নিবন্ধন করে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়া যাবে।
Leave a Reply