নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, তথ্য প্রযুক্তির বিকাশ যতই হোক না কেন বইয়ের প্রয়োজনীয়তা কিন্তু কমবেনা। কারণ বই হচ্ছে জ্ঞানের আধার। তবে জ্ঞান অর্জনে তথ্য প্রযুক্তির ব্যবহারকেও গুরুত্ব দিতে হবে।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রবিবার সকালে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ২০১০ সালের পূর্ব পর্যন্ত অনেক পিছিয়ে ছিল; কিন্তু গত এক যুগে এ ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে। এখন ঘরে বসে মোবাইল ফোনে ক্লিক করলেই চোখের সামনে প্রয়োজনীয় সব তথ্য চলে আসে। তবে বই পড়ে তথ্য সংগ্রহের গুরুত্ব কখনও ফুরাবেনা।
যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় থাকাকালে বঙ্গবন্ধুর ঢাকায় জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাঙালি জাতির জন্যে সব ভাল কাজ জাতির পিতার হাতেই হয়েছে। আর এখন হচ্ছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। উন্নয়ন সাফল্য পিতার মতোই তাকে বিশ্বনেতার আসনে অধিষ্ঠিত করেছে।
জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশপাশি নতুন প্রজন্মসহ সবার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন, দেশটি আমাদের। আমরা কারও দানে স্বাধীনতা পাইনি-বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর সশস্ত্র মুক্তিযুদ্ধ করে ত্রিশলাখ প্রাণের বিনিময়ে লালসবুজের পতাকা অর্জন করেছি। আমাদেরকে কেউ দমাতে পারেনি-পারবেনা।
বিভাগীয় সরকারি গণগন্থাগার মিলনায়তনে বিভাগীয় সরকারি গণগন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপপরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সফিয়ান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, মুক্তিযুদ্ধ অনুশীলনের প্রধান পরিচালক ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের উদ্যোক্তা আল আজাদ এবং প্রবীণ সাংবাদিক-লেখক আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা কুহেলী রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গায়ত্রী রায়।
পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবার ’স্মার্ট গ্রন্থাগার-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
Leave a Reply