নিজস্ব প্রতিবেদক : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য গোপনের মানসিকতা থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ সকলকে বের হয়ে আসতে হবে। তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য দেশে দুর্নীতি কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের বিকাশ। জনগণকে কোন ব্যাপারেই অন্ধকারে রাখা যাবেনা।
বুধবার সকালে সিলেটে তথ্য কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, অবাধ তথ্য প্রবাহ এবং জনগণের ক্ষমতায়নের জন্যে তথ্য অধিকার নিশ্চিত করতেই এ আইন করা হয়েছে।
তিনি বলেন, জনগণ কর দেয়। এই করের টাকার হিসাব নেয়ার বিশেষ সুযোগ তথ্য অধিকার অাইনে তাদের রয়েছে।
মরতুজা আহমদ বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন।
জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম ও মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। এছাড়াও সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, দৈনিক সিলেটের দিনরাত ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরী প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।
Leave a Reply