নিজস্ব প্রতিবেদক : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য অধিকার আইন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে। দেশে এটাই একমাত্র আইন, যা জনসাধারণ বিভিন্ন কর্তৃপক্ষের উপর প্রয়োগ করতে পারে।
বৃহস্পতিবার সিলেট বিভাগের নারী সাংবাদিকদের জন্যে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্য কমিশন, সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ফ্রেডরিগ নাওমেন ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রধান তথ্য কমিশনার আরো বলেন, তথ্যও এখন মানুষের মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়। প্রত্যেক মানুষই তথ্য জানার অধিকার রাখে। তাই সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
উদ্বেধনী বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশন সচিব তৌফিকুল আলম, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক ও সহযোগী প্রতিষ্ঠান এফ এন এফের কান্ট্রি ডিরেক্টর নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
প্রশিক্ষণ পর্বে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান। প্রশিক্ষণ দেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশন সচিব তৌফিকুল আলম, উপ পরিচালক এ কে এম তারিকুল আলম, সিলেটের তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক ও সাধারণ সম্পাদক পারভীন সুলতানা।
Leave a Reply