দৈনিক যুগান্তরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের শাস্তি চেয়ে উপাচার্য বরাবর এক শিক্ষকের আবেদনের ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোমবার সংগঠনের সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘হট্টগোল ও ওয়াকআউটে পণ্ড নীলদলের সভা’ শীর্ষক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদটি ছিল যথেষ্ট তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ; কিন্তু প্রকাশিত সংবাদের প্রতিবাদ কিংবা সত্যতা চ্যালেঞ্জ করে কোন বিবৃতি না দিয়ে গোপনে একজন সাংবাদিকের বিচার চাওয়ার ঘটনা নজীরবিহীন। নীল দলের সভায় অধ্যাপক ড বায়তুল্লাহ কাদেরী শিক্ষকতার মত একটি মহান পেশায় থেকে জ্যেষ্ঠ শিক্ষকদের সামনে চড়াও হয়ে নীতিবিরোধী কাজ করার পর গণমাধ্যম কর্মীকে হয়রানি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
তারা বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন আচরণে সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। আমরা চাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস প্রতিবেদকদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাংবাদিক নেতৃবৃন্দ যথেষ্ট উদার ও গণতান্ত্রিক মানসিকতা পোষণ করবেন।’
Leave a Reply