লন্ডন প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের (ডিইউএএইউকে) বার্ষিক সাধারণ সভা লন্ডন সময় বুধবার বিকেলে উত্তর লন্ডনের উডগ্রিনের এশিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডলি ইসলাম, গাজীউল হাসান খান ও ধীরেন্দ্র নাথ হালদার সহ ১৯৫০-৬০ থেকে শুরু করে বর্তমান সময়ের কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতিতে এবং ড রেজাউর রহমান জিলানীর সভাপতিত্বে ও ডা এম এ আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে সর্বসম্মতি ক্রমে ২০১৭-২০১৯ সালের জন্যে সংগঠনের ১৬ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিতরা হলেন প্রেসিডেন্ট ড রেজাউর রহমান জিলানী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট ডা নাহিদ নওয়াজেশ রনি ও অধীর রঞ্জন দাস তনু, সেক্রেটারি সলিসিটর আনোয়ার কবীর খান, জয়েন্ট সেক্রেটারি তপন শাহা, ট্রেজারার এনামুল হক, জয়েন্ট ট্রেজারার শ্যামল রায়, অর্গেনাইজিং সেক্রেটারি আব্দুল করিম ভূঁইয়া, জয়েন্ট অর্গেনাইজিং সেক্রেটারি মিতা রহমান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি সাংবাদিক বুলবুল হাসান, পাবলিকেশন সেক্রেটারি অজিত সাহা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মাহবুবুর রহমান, অফিস সেক্রেটারি ডা মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী এবং সদস্য সালমা নাসির ডলি, মেহেরুন নেসা, আনোয়ার হোসেন খান, সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, সৈয়দ হামিদুল হক, ডা আশরাফ উদ্দিন আহমদ, মেসবা উদ্দিন, বিভাস চন্দ্র সাহা, আবু নাঈম, সৈয়দা সায়মা আহমদ, মোহাম্মদ মহসিন, ডা মোহাম্মদ সাকেল ও মোহাম্মদ নসরুল্লা খান।
সাধারণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আ আ ম স আরেফিন সিদ্দিকীর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়।
Leave a Reply