১লা ডিসেম্বর ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
কলকাতা হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য। রাজধানী ঢাকা থেকে যাত্রীদের সুবিধা অনুযায়ী সপ্তাহে প্রতিদিন সকাল ১১টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছবে স্থানীয় সময় দুপুর ১২টায়। আবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে দুপর ২টায়।
ঢাকা-কলকাতা রুটে ইকোনমি ক্লাসে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫,৯৯৯ টাকা এবং রিটার্ন ৯,৯৯৯ টাকা। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।
ঢাকা থেকে ১৫৮টি আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে।
Leave a Reply