NATIONAL
RAB arrests 4 people including main accused in Sohel murder case in Zakiganj within 48 hours
সংবাদ সংক্ষেপ
ধোপাগুলে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা দিরাই সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেফতার মহানগরীর পনিটুলা মহাপ্রভুর আখড়ায় দু’দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু সোমবার পরলোকে বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত খেলাধুলায় ঘিলাছড়াবাসীর আগ্রহ দেখে অভিভূত ব্যারিস্টার মোস্তাকিম রাজা রিকাবীবাজারেই আগামীতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে : আরিফ বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের বিষয়গুলো চলচ্চিত্রে বেশি করে তুলে ধরার আহবান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অদম্য প্রতিরোধের প্রতিচ্ছবি : সিলেট বিএনপি মৌলভীবাজারে শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন মধ্যনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন হবিগঞ্জে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু || চোলাই মদের বিষক্রিয়ায় মারা যাওয়ার আশঙ্কা মেট্র্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে জনসভা বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড়ো ভাইয়ের হাতে ছোটোভাই খুন || ঘাতক আটক শাহপরাণ থানা পুলিশের হাতে স্বামী গ্রেফতার স্ত্রী হত্যার অভিযোগে

ঢাকায় সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে দুই দিনের অংশীজন সভা

  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩

সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ই-মেইলের ক্ষেত্রেও বাংলা ভাষা ও স্ক্রিপ্ট ব্যবহারের সুযোগ চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ইন্টারনেট দুনিয়ায় অ্যাপ্লিকেশন, ডিভাইস ও সিস্টেমগুলো যেনো স্থানীয় ভাষাবন্ধব হয় এবং এর ব্যবহার বারে সে দিকেও আলোকপাত করেছেন খাত সংশ্লিষ্টরা।
ইউনির্ভার্সেল একসেপ্টেন্স ডে ২০২৩ উপলক্ষে সোমবার রাজধানীর রমনার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনের সম্মেলনের প্রথম দিন এমন দাবি তোলেন বক্তারা।
ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের সহযোগিতায় যৌথভাবে দেশে প্রথমবার এই অংশীজন সভার আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম।
দুপুরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা ভাষার সমস্যা সমাধানে প্রধনমন্ত্রী চাঁদে যেতেও বাধা দেবেননা। তাই বিসিসি যেনো পরবর্তী কনসোর্টিয়ামের বৈঠকে যোগ দিতে তৎপর হয়।
মন্ত্রী বলেন, ভাষা ভিত্তিক দেশ হিসেবে ভাষা নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা এক্ষেত্রে একসঙ্গে কাজ করবো।
বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল এহসানুল কবির আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে কোনো ডিভাইস চালু করার সময় বাংলাভাষায় স্বাগত জানাবে।
এজন্য বিটিআরসি আইকানের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করছে বলে জানান তিনি।
সম্মিানিত অতিথির বক্তব্যে বিআইজিএফ চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশ না হলে বিশ্বের অগ্রযাত্রা থেকে ছিটকে পড়তো। ইন্টারনেট সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিকে খাপ খাইয়ে নিতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। স্মার্ট জনগণই এই শিল্পবিপ্লবকে সফল করবে।
এক্ষেত্রে মাতৃভাষায় ইন্টারনেট ব্যবহার বাড়ানোর প্রস্তাব দিয়ে ভাষার প্রতিবন্ধকতা দূর করতে মন্ত্রণালয় পর্যায়ে দূরত্বের বিষয় টেনে আনেন তিনি।
একইসঙ্গে ডটবাংলার বর্ণসঙ্কট দূর করার আহ্বান জানিয়ে অচিরেই একটি বাংলাভাষার কন্টেন্ট ব্যাংক গঠনের দাবি জানান হাসানুল হক ইনু।
আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।
সরকারের কৃচ্ছ্রতা নীতির কারণে এবার বিসিসি ইউনিকোড কনসোর্টিয়ামে যোগ দিতে পারেনি বলে জানান রণজিৎ কুমার।
আর অংশীজন সভার পাশাপাশি খেটে খাওয়া কৃষক মজুরদের এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান,।
আর সভাপতির বক্তব্যে প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে প্রচার প্রচারণা বাড়ানোর কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন আইকান গ্লোবাল ডোমেইন অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের এসভিপি তেরেসা স্যুইনহার্ট। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিএফ সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু।
এর আগে সকালের নেটওয়ার্কিং অধিবেশনে মূল প্রবন্ধ পেশ করেন বিএনএনআরসি সিইও এ এইচ এম বজলুর রহমান। সিটি ইউনির্ভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রধান অধ্যাপক সাফায়েত হোসেনের সঞ্চালনায় সচেতনতামূলক উপস্থাপনা দেন আইকান আইডিএন প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার পিতিনান কোরমোরপান্তা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আফরোজা হক রিনা, বিটিআরসির মহাপরিচালক নাসিম পারভেজ, প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প পরিচালক মাহবুব করিম প্রমুখ।
এই দিনটি উদযাপনের মাধ্যমে, স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের সার্বজনীন গ্রহণযোগ্যতা সম্পর্কে আরও সচেতন ও উদ্যোগী করে তোলা, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক ও বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাগুলোর সাথে আরও নিবিড়ভাবে ও সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রকে প্রশস্ত করবে।
সভাটি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স স্টিয়ারিং গ্রুপ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা এবং ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স ট্রেনিং, সচেতনতা ও কৌশলগুলোর উপর বিভিন্ন সেশন দ্বারা আয়োজন করা হয়।
সার্বজনীন গ্রহণযোগ্যতা ও এর প্রযুক্তিগত প্রভাব রয়েছে, যা ইন্টারনেটে সমস্ত ডোমেইন নাম ও ইমেল ঠিকানাগুলোকে অনুমতি দেবে, স্ক্রিপ্ট, ভাষা বা চরিত্র নির্বিশেষে, অ্যাপ্লিকেশন, ডিভাইস ও সিস্টেম জুড়ে ক্রমবর্ধমানভাবে ব্যবহার করা হবে৷ উপরন্তু, ই-মেইল অ্যাড্রেস ইন্টারন্যাশনালাইজেশন স্ট্যান্ডার্ডের সর্বজনীন স্বীকৃতি ই-মেইলে স্থানীয় ভাষা ও স্ক্রিপ্ট ব্যবহারের অনুমতি দেবে। এক্ষেত্রে, ব্যবসা সম্প্রসারণ ও উৎকর্ষের জন্য দীর্ঘমেয়াদী সংগ্রামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নিরন্তর বিকশিত ডোমেইন নামের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার বিকল্প নেই।
সভয় সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, একাডেমিয়া, মিডিয়া ও প্রযুক্তিবিদ ও সকল স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। বিএনএনআরসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest