হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকার সবুজবাগ-বাসাবো এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত কলেজ ছাত্র জুবায়ের মিয়াকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করে র্যাব-৩ এর একটি দল। জুবায়ের মিয়া (২৫) জেলার লাখাই উপজেলার মানপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
র্যাব-৩ জানায়, জুবায়ের মিয়া ও তার ৩ ভাই রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় থাকতো। জুবায়ের মিয়া সিদ্ধেশ্বরী এলাকার একটি ল কলেজের ছাত্র। গত ১৬ জানুয়ারি সকালে সে পাশের কক্ষে বসবাসকারী রেল বিভাগের এক মহিলা কর্মচারীর শিশুকন্যাকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। পরে এব্যাপারে সবুজবাগ থানায় একটি মামলা হয়। এরপর থেকে জুবায়ের মিয়া পলাতক ছিল।
শিশুটির পরিবার র্যাব-৩ এর কাছেও অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এএসপি আবু জাফর মো রহমত উল্লাহ ও সহকারী পরিচালক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে জুবায়ের মিয়াকে আটক করা হয়।
Leave a Reply