বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষক ও এমডি (হেপাটোলজি) ফেইজ-এ ও ফেইজ-বি পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে অধ্যয়নরত চিকিৎসকরা ঢাকায় ‘লিবারেশন ওয়ার গ্যালারি’ পরিদর্শন করলেন।
বুধবার, ৭ জুন রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে তারা গ্যালারি পরিদর্শনে যান।
বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে প্রায় ত্রিশ জন চিকিৎসকের দলটি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে গেলে লিবারেশন ওয়ার গ্যালারির পরিচালক মৃন্ময় চক্রবর্তী তাদেরকে অভ্যর্থনা জানান ।
তিনি তাদের গ্যালারিটি ঘুরিয়ে দেখান এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।
উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই লিবারেশন ওয়ার গ্যালারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
গ্যালারিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের শতাধিক ছবি স্থান পেয়েছে।
ছবিগুলোর বেশিরভাগই ইতঃপূর্বে প্রকাশিত ও প্রদর্শিত হয়নি বলে প্রতিষ্ঠার পর থেকেই লিবারেশন ওয়ার গ্যালারিটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply