হবিগঞ্জ প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরে বাছির মিয়া (৪৫) নামের হবিগঞ্জের এক ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার বাড়ি লাখাই উপজেলায়। শনিবার দিনগত গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
রবিবার সকাল ১১টার দিকে আদাবর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামের আম্বর আলীর ছেলে বাছির মিয়া ও একই গ্রামের সজু মিয়ার ছেলে সবুজ মিয়া ঢাকার মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় মেসে থেকে ভাঙ্গারি ব্যবসা করতেন। ঘটনার রাতে কক্ষে ফ্যান লাগানোকে কেন্দ্র করে দুইজনের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে সবুজ বাছির মিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে বাছির মিয়ার স্বজনরা সবুজ মিয়ার বাড়িতে ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
Leave a Reply