ঢাকা থেকে সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলমকে গ্রেফতারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে গণহারে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকায় গণসমাবেশে যোগদান করতে যাওয়া বিএনপি নেতা মাহবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ও নির্যাতন চালিয়ে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায়ভাবে গ্রেফতার বিএনপি নেতা মাহবুবুব আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply