NATIONAL
RAB arrests 4 people including main accused in Sohel murder case in Zakiganj within 48 hours
সংবাদ সংক্ষেপ
বিশ্ব জনসংখ্যা দিবস উপলেক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিকৃবিতে বৃক্ষরোপণ উদ্বোধন সামগ্রিক বৈষম্য দূরীকরণে প্রকৃত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই : হবিগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল : জালালপুরে কাইয়ুম চৌধুরী মাধবপুরে শ্রমিক সমাবেশ || সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নির্মাণ দাবি মহানগরীতে এসএমপির বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র-জনতার মিছিল কানাইঘাটে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব জকিগঞ্জে সোহেল হত্যামামলার প্রধান আসামি সহ ৪ জনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব জুলাই অভ্যুত্থান ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনেরই যৌক্তিক পরিণতি : ব্যারিস্টার এম এ সালাম কালনী নদীর ভাঙনের কবলে শাল্লা || এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি বাড়ি || ভাঙন রোধের দাবি চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে পলাতক স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার জৈন্তাপুরে ১৯ বিজিবি ও সেনাবাহিনীর অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় কফি জব্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা হবিগঞ্জে প্রায় ২ হাজার বোতল বিদেশী মদ ও ট্রাক সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ বালাগঞ্জ উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

ঢাকায় বিএনএনআরসির উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের ভূমিকা শীর্ষক গোলটেবিল সংলাপ

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ‘স্বাস্থ্যখাতে সুশাসন : বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জসমূহ ও উত্তরণে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হলো।
ঢাকার কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান সভাকক্ষে বুধবার আয়োজিত সংলাপে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, ঢাকার বাইরের ৬টি জেলার সংবাদ প্রতিনিধি, প্রতিষ্ঠিত ও স্বনামধন্য গণমাধ্যমের সাংবাদিক সহ মোট ৪৫ জন উপস্থিত ছিলেন।
গণমাধ্যমগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সুষ্ঠু প্রতিবেদন প্রকাশে একটি ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনায় সুশাসনকে শক্তিশালী করাই ছিলো সংলাপের উদ্দেশ্য। এর শুরুতে সঞ্চালক টিভি টুডের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল সংলাপের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিয়ে তার স্বাগত বক্তব্য পেশ করেন। মূল উপস্থাপনা পরিবেশন করেন বিএনএনআরসির পরামর্শক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রেহান উদ্দিন আহমেদ রাজু। এরপর ছিল মুক্ত আলোচনা। এতে অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিষয়ে বক্তারা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বহুমাত্রিক অংশীজনদের নিয়ে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারের অর্জন, ফলাফল ও সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেন রংপুর, নোয়াখালি, সিলেট, যশোর, বরিশাল ও পাবনা জেলার বিএনএনআরসির ফোকাল ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ও বিএনএনআরসির উদ্যোগে বাস্তবায়িত প্রমোটিং হেলথ গভর্নেন্স থ্রু ক্যাপাসিটি বিল্ডিং অব জার্নালিস্ট এ্যান্ড ইনভলভিং মাল্টিলেভেল স্টেকহোল্ডারস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।
তিনি বলেন, বিএনএনআরসি ২৫ জন স্বাস্থ্য সাংবাদিককে প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছে। ৪টি আঞ্চলিক প্রশিক্ষণে ৮৫ জন সাংবাদিককে স্বাস্থ্য প্রতিবেদন তৈরিতে সত্যতা যাচাই ও নিরূপণ কৌশল সম্পর্কে আরো সমৃদ্ধ প্রতিবেদন তৈরির ধারণা দিয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে ৬টি সেমিনার শেষ করেছে। এছাড়াও এই উদ্যোগের আওতায় ঢাকায় ও ঢাকার বাইরের ৫০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্বাস্থ্য সাংবাদিককে স্বাস্থ্য বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরিতে সক্ষম করার জন্য ফেলোশিপ প্রদান করেছে। ফেলোশিপের আওতায় ২০০টি প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের বিষয়টি আলোকপাত করা হয়েছে। আবার সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ে প্রতিবেদন করা হয়েছে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান সুযোগসমূহ কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সে বিষয়গুলো উঠে এসেছে।
আলোচনায় অংশগ্রহণ করেন দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কাজী ফয়সাল বিন সিরাজ; প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, নিনমাস পরিচালক ডা শামীম মমতাজ ফেরদৌসি বেগম, প্রথম আলোর যুগ্মসম্পাদক সোহরাব হাসান, ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল; নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন; দৈনিক বাংলার প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান; চ্যানেল আইর বিশেষ প্রতিবেদক জান্নাতুল বাকেয়া কেকা; নিউজ টুয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী ও দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাদেশ হেল্থ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট এম এম রাশেদ রাব্বি।
এছাড়াও মাছরাঙা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাভিশন, এনটিভি ও দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দায়িত্বশীল সাংবাদিকগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
আশা করা হচ্ছে, এই গোলটেবিল সংলাপের আলোচনার ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর ওপর গঠনমূলক প্রতিবেদন প্রকাশ বা সম্প্রচারে বার্তা সম্পাদক ও সাংবাদিকদের উৎসাহিত করতে সহায়ক হবে এবং কার্যকরী ভূমিকা রাখার মাধ্যমে সবার জন্য গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি, উত্থাপিত বিষয়াদি স্বাস্থ্যসেবার সমস্যাগুলোর ওপর আরও কার্যকর প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অন্যান্য সুশীল সমাজ সংস্থা ও উন্নয়ন সংস্থাগুলোকে উৎসাহিত করবে।
উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা, যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্টের ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি-ডব্লিউএসআইএস ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী ও চ্যাম্পিয়ন। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest