সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার পর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের উকিলপাড়ায় সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা নেতা অ্যাডভোকেট বুরহান উদ্দিন ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপক কান্তি দে।
নেতৃবৃন্দরা বলেন, ছাত্রসমাজের আন্দোলনকে পুঁজি করে বিএনপি ও তাদের দোসর জামাত-শিবির ফায়দা নিতে চাইছে।
Leave a Reply