বেসরকারি সংস্থা ডরপের সহযোগী সংগঠন ইনস্টিটিউট অব রিসেটেলমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস-আইআরডিআরের উদ্যোগে পুনর্বাসন, জীবিকায়ন ও উন্নয়ন বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।
রাজধানীর শেওড়াপাড়াস্থ ডরপ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার বাস্তবানাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের (ডিইএসডব্লিউএসপি) প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো মাহমুদুল ইসলাম। ডরপের প্রতিষ্ঠাতা, সিইও এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোসাল রিসার্স (বিআইএসআর) চেয়ারম্যান ড মো খুরশিদ আলম ও রিসেটেলমেন্ট অ্যান্ড জেন্ডার বিশেষজ্ঞ নাদিরা খুকু। আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর সুলতান মাহমুদ, সাবেক অতিরিক্ত সচিব মো সাইফুল্লাহ ও শরিফ তাইবুর রহমান, ডরপের ব্যবস্থাপক প্রশাসন মো হায়দার আলী খান, ফারহানা ফেরদৌস, মো এরশাদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply