ঢাকার লালবাগের মদিনাতুল উলূম দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২২ মার্চ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ আহমদ শফী আশরাফী।
তিনি শিক্ষার্থীদেরকে দেশের মাটি ও মানুষকে ভালবাসারা ও মনযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন।
মদিনাতুল উলূম দারুস সুন্নাহ মাদরাসার সভাপতি আলম হাওলাদারের সভাপতিত্বে ও হাফেজ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুহতামিম মুফতি আল আমিন মাসউদ বিন আলম মাহমুদী। উপস্থিত ছিলেন, মোহাম্মদ হানিফ, মাইনুল ইসলাম মাইনু, অপু হোসেন হযরত, রাজিব হোসেন, খোরশেদ আলম, মোহাম্মদ জয়, হানিফ ছৈয়াল, মিরাজ হোসেন, মুহাম্মদ নোমান, মুহাম্মদ মনসুর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply