যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে চলছে।
তিনি আরো বলেছেন, গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণের হলিসিটি স্কুল মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মতবিনিময় সভাপতিত্ব করেন হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাহান আহমদ। সহকারী শিক্ষক মাওলানা মুহিবুল আলম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সুকৃতি দেবনাথ, সহকারী শিক্ষক ছোটন মালাকার, স্বপ্না রানী শর্মা, হারুন বেগম, কুলসুমা বেগম, মিতালী রানী চন্দ, জান্নাতুল জাহান প্রমুখ।
Leave a Reply