নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকায় সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক্ষ ড দিদার চৌধুরীর বাসা থেকে দুর্বৃত্তরা প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, পাউন্ড ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
ড দিদার চৌধুরী জানান, রবিবার সন্ধ্যা ৭টায় পরিবারের সদস্যদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১০টায় বাসায় এসে দেখতে পান, দরজা খোলা। ভিতর তছনছ করা। স্টিলের আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, পাউন্ড ও টাকা নেই।
খবর পেয়ে বিমান বন্দর থানার এসআই রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খাঁন এবং সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীও ড দিদার চৌধুরীর বাসায় যান।
Leave a Reply