সিলেট সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক ড জামিলুর রেজা চৌধুরী বলেছেন, সকলের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি ও মেধার সমন্বয়ে সিলেটকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এই মহানগরীর দ্রুত অগ্রগতি হচ্ছে। সহায়তা পেলে সিলেটকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল হক। অধ্যাপক ড জামিলুর রেজা চৌধুরীর হাতে নগরীর চাবি তোলে দেন মেয়র ও কাউন্সিলররা। এছাড়া অধ্যাপক ড জামিলুর রেজা চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন করেন মেয়র পত্নী সামা হক চৌধুরী।
একই অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদকেও সন্মাননা স্মারক দেয়া হয়।
সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটীরা ক্রমান্বয়ে নেতৃত্বহীন হয়ে পড়েছি। এম সাইফুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও শাহ এএসএম কিবরিয়া ছিলেন বলে আগে এতো উন্নয়ন হয়েছে। বর্তমানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আছেন, তাই উন্নয়ন এখনো বাধাগ্রস্ত হয়নি।
Leave a Reply