নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় লেখক-শিক্ষক ড মহম্মদ জাফর ইকবালের আহ্বানে ও আশ্বাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশনরত শিক্ষার্থীরা সপ্তম দিনে অনশন ভঙ্গ করেছেন।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে ড মহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় তার সহধর্মিণী শাবিপ্রবির প্রাক্তন শিক্ষক ড ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে জাফর-ইয়াসমিন দম্পতি ভোরে সিলেট পৌঁছে সরাসরি শাবিপ্রবি ক্যাম্পাসে চলে যান। আলোচনা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। অনশনকারীদের প্রতি আহ্বান জানান, ব্যক্তিবিশেষের কারণে নিজের মূল্যবান জীবন বিপন্ন না করার। এক পর্যায়ে ইতিবাচক সাড়াও পান। তখন থেকেই অনশন অবসানের প্রহরগোণা শুরু হয়।
সকাল ১০টার দিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এর মিনিট বিশেক পরেই স্বস্তির খবরটি দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।
তবে আন্দোলন থামছেনা। অন্যভাবে চলবে। ড মহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply