তারেক আহমদ, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই জনবসতি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ঐয়া গ্রামের প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে ড্রেজার দিয়ে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রায় ৩ মাস ধরে একটি চক্র বালু উত্তোলন করছে। প্রতিদিন বিক্রি করছে লক্ষাধিক টাকার বালু। ড্রেজারের মালিক সহ ৯ ব্যক্তি এই অপকর্মে জড়িত রয়েছে।
ঐয়া গ্রামের মুরব্বি আছকির আলী, নাসির উদ্দিন, বখতিয়ার উদ্দিন, আখতার মিয়া, সাইফুর মিয়া, মুহিবুর রহমান ও জুবেল মিয়া অভিযোগ করেন, এভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে থাকা পঞ্চায়েতি কবরস্থান, মসজিদ ও মাদরাসা সহ অনেক স্থাপনা হুমকির সম্মুখিন। ইতোমধ্যে ফাটওি দেখা দিয়েছে।
পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে বারবার চেষ্টা করা হয়; কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply