নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের দেখতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।
শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে তারা সেখানে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। নেতৃবৃন্দ ডেঙ্গুয় আক্রান্ত রোগীদের সাথে কথাও বলেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট সহ সারাদেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
এসময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের খান ও আজহার উদ্দিন জাহাঙ্গীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ডা রুকন উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক ডা মোহাম্মদ হোসেন রবিন ও ডা বাছিরুল ইসলাম টিপু।
Leave a Reply