নিজস্ব প্রতিবেদক : সিলেটে ডেঙ্গু রোগীদের জন্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রক্ত সংগ্রহ করেছে।
এ উদ্দেশ্যে শনিবার সকালে মহানগরীর জিন্দাবাজারে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এর উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও রেডক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মকর্তা ডা সুধাময় মজুমদার। সভাপতিত্ব করেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
মেয়র আরিফুল হক চৌধুরী ডেঙ্গুরোগ থেকে রক্ষা পেতে সতর্কতার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে স্বর্ণলতা রায় বলেন, সিলেটের নারী উদ্যোক্তারা মানবসেবাকে গুরুত্ব দিয়ে থাকেন।
Leave a Reply