হবিগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় অভিযান উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া শহরের আরডি হল প্রাঙ্গণে নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও খোয়াই রিভার ওটারকিপার। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, সাবেক উপ সচিব শেখ ফজলে এলাহি বাচ্চু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন ও তোফাজ্জল সোহেল।
Leave a Reply