সুনামগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অভিযান উদ্বোধন করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ।
উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও সিভিল সার্জন ডা আশুতোষ দাস।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ সুনামগঞ্জেও দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণের জন্যে বাসাবাড়ির আঙ্গিনা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
পরে শহরের বিভিন্ন পয়েন্টে মশা মারার ঔষধ ছিটানো হয়।
Leave a Reply