সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্ররার দুপুরে শহরের হোসেন বখত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন বাসা বাড়ি ও দোকানপাটে এই অভিযান চালানো হয়। পরিবেশবাদী সংগঠন বিশ্বজন এর আয়োজন করেছে।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় আরো উপস্থিত ছিলেন, হাওরা বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন, দিগেন্দ্র বর্মণ কলেজের
প্রভাষক মশিউর রহমান, পৌরসভার প্যানেল মেয়র হেসেন আহমদ রাসেল, সাংবাদিক খলিল রহমান ও এমরানুল হক চৌধুরী।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে মেয়র নাদের বখত বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই হচ্ছে মূল বিষয়। তাই সকল নাগরিককে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
Leave a Reply