সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই মূল। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে রক্ষা মিলে। এছাড়া অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।
মঙ্গলবার দুপুরে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশফাক আহমদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এ জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়েছে।
Leave a Reply