ডেঙ্গু প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ তিনদিনের কর্মসূচির পালন করছে।
বুধবার সকালে হযরত শাহজালাল রহতুল্লাহি আলাইহির দরগা এলাকা লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে মহানগর আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র।
অন্যদিকে দুপুরে হযরত শাহপরাণ রহমতুল্লাহি আলাইহির মাজার গেইট থেকে একইভাবে কার্যক্রম শুরু করে সিলেট জেলা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ।
Leave a Reply