বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে আতঙ্কিত শহরবাসীকে স্বস্তি দিতে মৌলভীবাজার পৌরসভা একশ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে মশক নিধন অভিযানে নেমেছে।
এই অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে মানুষকে সচেতন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ ও সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ। অভিযান চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার, ১৭ জুলাই সকালে মৌলভীবাজার পৌর ভবন প্রাঙ্গণ থেকে ‘আমার আঙ্গিনা পরিষ্কার রাখি-ডেঙ্গু মুক্ত শহর গড়ি’ স্লোগান নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এরপর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনের সামনে থেকে আনুুষ্ঠানিকভাবে শুরু করা হয় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। পরে সদর হাসপাতালসহ শহরের ৯টি ওয়ার্ডে একযোগে কার্যক্রম চলে।
পৌরসভার মেয়র মো ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো মোহসিন ও জেলা সিভিল সার্জন ডা জালাল উদ্দিন মোর্শেদ।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মৌলভীবাজারে ডেঙ্গু রোগী আছেন ১০ জন। এর মধ্যে ৯ জনই অন্য জায়গা থেকে সংক্রমিত হয়ে এসেছেন।
পৌর মেয়র জানান, ডেঙ্গুর প্রজনন বন্ধে ও পরিস্কার পরিচ্ছন্নতায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একশ জন পরিচ্ছন্নতাকর্মী স্প্র্রে ও ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটাবেন। নিজ বাড়ি ও আঙ্গিনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মশক নিধনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, কাউন্সিলর নাহিদ হোসেন, সালেহ আহমেদ পাপ্পু ও ফয়সল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply