নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত বলেছেন, ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম আরেকদফা কমানোর সিন্ধান্ত হতে পারে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, একটু ’লজিস্টিক’ সমস্যা আছে। তবে জ্বালানি তেলের দাম মূল্যায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে নিয়েই প্রধানমন্ত্রী সিলেট আসছেন।
তিনি জানান, সরকারের পূর্ণমেয়াদ শেষে ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবার কথা থাকলেও ২০১৮ সালের শেষের দিকে হতে পারে।
Leave a Reply