মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন শক্তি নেই তা বাতিল করার। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবেনা। সাহস থাকলে মাঠে আসুন, মাঠে হবে খেলা, মাঠ ছেড়ে পালাবেন না। পালিয়ে গেলে খালি মাঠে গোল দেয়া হবে।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষ হবে এবং আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি।
মোহাম্মদ নাসিম পরে বড়লেখা উপজেলায় আরেকটি ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন।
Leave a Reply