নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ রাজিব আহমদ ও রুবেল আহমদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) এসআই নোটন কুমার চৌধুরীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা-ডিবির একটি দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আটগ্রাম বাজারমুখী শাহীন আহমদের গাড়ির গ্যারেজের সামনে রাস্তায় মোটরসাইকেল আরোহী এ দুই জনের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত রাজিব আহমদ নায়াগ্রাম গ্রামের মঈনউদ্দিনের ও রুবেল আহমেদ পঙ্গপট গ্রামের শামসুল হকের ছেলে। এ ঘটনায় এসআই নোটন কুমার চৌধুরী বাদি হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply