ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি সিলেট জেলা শাখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির বিতর্কিত নীতিমালাকে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা নিরসনকল্পে বিতর্কিত নীতিমালা প্রত্যাহার করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় যেকোন বয়সে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রেখে কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক ভবন সংলগ্ন সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে আইডিইবি সিলেট জেলা শাখার সকল সদস্য প্রকৌশলী, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply