নিজস্ব প্রতিবেদক : ‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই আলোচনা সভার আয়োজন করে।
সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাউদ্দিন আলী আমদ ও কনজ্যুমার এসোসিয়েশন বাংলাদেশ, সিলেট শাখার সভাপতি জামিল চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই সিলেটের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মৃণাল কান্তি বিশ্বাস।
Leave a Reply