নিজস্ব প্রতিবেদক : তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
সোমবার বিকেলে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য সচিব ঢাকা থেকে এতে যোগ দিয়ে আরো বলেন, কিশোরদের মধ্যে যে সৃজনশীলতা ও কর্ম উদ্দীপনা আছে তা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদন সহ সকল বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিশোর বাতায়ন প্রবর্তন, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন এবং জেলা ব্র্যান্ডিং বিষয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ের উপর এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কশিনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার। সভাপতিত্ব করেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি। আলোচনায় অংশ নেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম তাপাদার।
সিলটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply