নিজস্ব প্রতিবেদক : সিলেটে ডিএমটি গ্লোবালের উদ্যোগে আধুনিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভারতের এশিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সসের চেয়ারম্যান পদ্মশ্রী ডা এন কে পাণ্ডে। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মোর্শেদ আহমদ চৌধুরী, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান ডা পি আর সিনহা, নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালক ডা নিজাম জাহিদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডেএমটি গ্লোবালের চেয়ারম্যান মো লিয়াকত আলী।
Leave a Reply