ঈদ উৎসব শেষ করে নিয়মিত প্রকাশনায় ফিরেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে কণ্ঠশিল্পী নাফিসের ‘বন্ধু কই রইলারে’।
‘এক পলকে আমি তোমাকে/ হারাই যদি বলো কি হবে?’ এমন কথার গানটির কথা, সুর ও কণ্ঠ নাফিসের। সংগীতায়োজনেও ছিলেন তিনি আর শুভ্র রাহা। স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছে ভিডিও মোশনরক এন্টারটেইনমেন্ট। সুনামগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রায়ন করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন, এ কে পরাগ ও ভাস্কর জনি। এতে নাফিসের পাশাপাশি মডেল হিসেবে দেখা যাবে নিশহাত প্রিয়মকে।
গানটি প্রসঙ্গে নাফিস বলেন, ‘এর আগে বিভিন্ন নাটকের গান করলেও অডিওতে এটাই আমার প্রথম রিলিজ হওয়া গান। তাই চেষ্টা ছিলো যাতে ভালো কিছু দর্শক-শ্রোতাদের উপহার দিতে পারি। গানের কথা, সুর ও সংগীতের পাশাপাশি সাউন্ডের দিকটা বিশেষ ভাবে নজর দিয়েছি। ভিডিওতে সিনেমাটিক ফিল পাবে দর্শক। আশা করছি, সব মিলে ভালো লাগবে সবার।’
Leave a Reply