সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের আসন্ন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডা এম সাহিদুর রহমান বাবু ও ডা নূরুল আমীন পরিষদের উদ্যোগে সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিএমএ জেলা সভাপতি ডা হারুন আল-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা মিজানুর রহমানের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, সংগঠনের সিলেট জেলা সভাপতি ডা পবিত্র রঞ্জন বণিক, মৌলভীবাজার জেলা সভাপতি ডা দুলাল বণিক, সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা প্রদীপ কুমার দাস ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ডা সৈয়দ ফখরুল আলম।
মতবিনিময় সভায় সিলেট বিভাগ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
Leave a Reply