ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন-ডিএফএ আয়োজিত সিলেট মাহা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যার পর জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি মাহিউদ্দিন সেলিম ও মাহা প্রিমিয়ার ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
আবাহনী ক্রীড়া চক্র ও জনতা ক্লাবের মধ্যকার উদ্বোধনী খেলাটি ১-১ গোলে ড্র হয়। ম্যান অব দ্যা ম্যাচ হন জনতা ক্লাবের আবু বকর।
Leave a Reply