সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা মুজিবুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে কালোব্যাজ ধারণ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন-বিপিএ সিলেটের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসরা এ কর্মসূচি পালন করেন। তারা নিজ নিজ কর্মস্থলে কালোব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসাপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপতালে এ কর্মসূচি পালিত হয়।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মোরশেদ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিয়া ও সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিপিএ সিলেট শাখার সভাপতি অধ্যাপক এম এ মালিক, ওসমানী মেডিকেল কলেজে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনোজ্জির আলী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম এ মতিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মূসা এম এ কাইয়ুম, সহযোগী অধ্যাপক ডা প্রভাত রঞ্জন দে, সহকারী অধ্যাপক ডা সুলতানা বেগম, সহকারী অধ্যাপক ডা জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ডা মাহবুবুর আলম, সহকারী অধ্যাপক ডা যোগীন্দ্র সিংহ, ড মিনাক্ষী চৌধুরী, ডা তানজিনা চৌধুরী, ডা ইমদাদুর রহমান, ডা মিজানুর রহমান, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা পিয়া বিশ্বাস প্রমুখ।
Leave a Reply