নিজস্ব প্রতিবেদক : শহীদ ডা শামসুল আলম মিলন দিবসে সামরিক শাসনের জঞ্জাল দূর করার আহ্বান জানানো হয়েছে।
দিনটি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আরো বলা হয়েছে, এই জঞ্জাল দূর করার সংগ্রামে দেশ মাতৃকার এই বীর সন্তান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
সিলেট জেলা ও মহানগর জাসদ সোমবার বিকেলে নজরুল একাডেমিতে এই স্মরণসভার আয়োজন করে।
জাসদের জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, অন্যতম নেতা মহসিন আলী চুন্নু, উসমান গণি, মকবুল হোসেন, গোপেশ দেব, শামসুল আলম ও মুকুল আহমদ পুতুল।
লোকমান আহমদ বলেন, খুনি মোস্তাক, খুনি জিয়া ও খুনি এরশাদ অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে সামরিক স্বৈরশাসন জারি করে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের হালাল করে এবং রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করে। সামরিক শাসনের জঞ্জাল জঙ্গিবাদ দেশ ও জাতির প্রধান শত্রু। জঙ্গি সন্ত্রাসীরা পুনরায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধান বহির্ভুত পন্থায় সরকার পরিবর্তনে সকল চক্রান্ত রুখে দিতে হবে, অবৈধ ক্ষমতা দখলের পথ রুদ্ধ করতে হবে এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply